বন্ধু ওহে, সুপ্রভাত, দিন কাটুক ভালো,
ওগো বন্ধু, শুভরাত্রি, রাত কাটুক ভালো,
বন্ধু তুমি শুনতে পাচ্ছ? হ্যালো বন্ধু, হ্যালো!
বন্ধু বড় কষ্টে আছি একা শূন্য ঘরে,
রাত বাড়ছে ঘনতর হচ্ছে অন্ধকার;
ডেকে ডেকে ক্লান্ত আমি, কোথা বন্ধু তুমি?
ডেকে ডেকে ক্লান্ত আমি, কোথা বন্ধু তুমি?
সাড়া দাও প্লিজ, কথা বল একটিবার।
বন্ধু এ বন্ধুর পথে একা হেঁটে যাই,
একা হাসি, একা কাঁদি, একা গান গাই,
একাকিত্বে তবু মন অভ্যস্ত হল না;
হাত ধর বন্ধু , আমি তোমাকেই চাই।
বন্ধু আমি আজীবন তোমাকে খুঁজেছি,
তোমার জন্যই আজ এখানে এসেছি,
বন্ধু কিছু বল প্লিজ, চুপ কেন তুমি?
বল বন্ধু, শুনব বলে কান পেতে আছি।
বন্ধু আমি তন্দ্রাহারা, এই মধ্যরাতে
ফোন খোলা, নেট খোলা, দরজা জানলা খোলা;
সব শুনব, বল বন্ধু যা বলার আছে,
সব শুনব, বল বন্ধু যা বলার আছে,
সব বলব, আজ অবধি হয়নি যা যা বলা।
বন্ধু তুমি শুনতে পাচ্ছ? তুমি কি বধির?
নাকি মূক? কিছু বল, আমি শুনতে চাই।
আচ্ছা, শুধু একটিবার শুভরাত্রি বল;
বলবে না? হায় বন্ধু ........ গুডনাইট, বাই।।
Roomnee Sen
Roomnee Sen
